বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারখানার ছাদে ৩ দশমিক ১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্লান্ট করবে রবিনট্যাক্স গ্রুপ


Published: 2020-03-17 02:40:27 BdST, Updated: 2024-04-25 13:47:28 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

নিজ কারখানার ছাদে ৩ দশমিক ১ মেগাওয়াট  সৌর বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট স্থাপন করবে রবিনট্যাক্স গ্রুপ। আর এ প্লান্ট স্থাপনে কারিগরি সহায়তা দিবে জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল)। উৎপাদিত সব বিদ্যুৎই কিনে নিবে রবিনট্যাক্স গ্রপ।

এ নিয়ে গত রোববার ( ১৫ মার্চ) জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল) এবং রবিনট্যাক্স গ্রæপের মধ্যে বিদ্যুৎ ক্রয় বিষয়ে ২০বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় জুলস্ পাওয়ার লিমিটেড ২০২০-২১ অর্থবছরের মধ্যে রবিনট্যাক্স গ্রæপের শিল্প-কারখানার ছাদে ৩.১ মেগাওয়াট বিদ্যুৎ উপৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। যার উৎপাদিত বিদ্যুৎ রবিনট্যাক্স কিনে নিবে।

জুলস্ পাওয়ার লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআই’র পরিচালক নূহের লতিফ খান এবং রবিনট্যাক্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রবিন সাখাওয়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল) এ বিদ্যুৎ প্রকল্প হবে বাংলাদেশের এ যাবতকালে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপ প্রজেক্ট’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনুষ্ঠানে ঢাকা চেম্বারের পরিচালক ও জুলস্ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান বলেন, টেকসই জ্বালানী উৎপাদন ও ব্যবহারের লক্ষ্যে রবিনট্যাক্স কর্তৃপক্ষের এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরো বেগবান হবে।

উল্লেখ্য, জুলস্ পাওয়ার লিমিটেড (জেপিএল) ২০১৮ সালে বাংলাদেশের সর্ববৃহৎ ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।