মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মতিঝিলে চলছে সিএমএসএমই ক্রেতা-বিক্রেতা সম্মেলন


Published: 2022-06-27 22:18:20 BdST, Updated: 2024-04-16 22:41:37 BdST


নিজস্ব প্রতিবেদক : সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যের বিকাশ, প্রচার, প্রসারের জন্য রাজধানীর মতিঝিলস্থ বিসিক জেলা কার্যালয় ( ঢাকা) প্রাঙ্গনে শুরু হয়েছে ক্রেতা-বিক্রেতা সম্মিলন উদ্যোক্তামেলা। রবিবার (২৬ জুন) সকালে মুহঃ মাহবুবর রহমান, চেয়ারম্যান (গ্রেড-১), বিসিক, ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মিলন ও উদ্যোক্তা মেলার উদ্বোধন ঘোষণা করেন। সম্মিলন ও মেলায় সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য যেমন চামড়াজাত পণ্য (ব্যাগ, জুতা, বেল্ট ও মানিব্যাগ), হ্যান্ডিক্রাফটস, মধু, পাটজাত পণ্য, বুটিকস্ ইত্যাদি প্রদর্শিত হবে ও বিক্রয় করা হবে। সম্মিলন ও মেলায় ৪৭টি স্টলে বাহারী পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। সম্মিলন ও মেলা চলবে ৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ ক্রেতা বিক্রেতা সম্মেলন ও উদ্যোক্তা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।