শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে ৩য় স্থান অর্জন করেছে বিসিক


Published: 2020-02-05 03:00:33 BdST, Updated: 2024-04-19 07:39:53 BdST

 


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা-২০২০ সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে) প্যাভিলিয়ন তৃতীয় স্থান অর্জন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক । সোমবার (৩ ফেব্রুয়ারী) মেলা প্রাঙ্গনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) জেসমিন নাহারের হাতে সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে তৃতীয় স্থান অর্জনের ট্রফি ও সনদপত্র তুলে দেন। এসময় বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিক নকশা ও বিপণন বিভাগের সার্বিক তত্বাবধানে প্রায় ২৫০০ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিক প্যাভিলিয়নে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়। স্টলগুলো থেকে ক্রেতাগণ জামদানি, মধু , চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, ঐতিহ্যবাহী শীতলপাটি, শতরঞ্চি ও গৃহিণীদের নিজ হাতে তৈরি দেশীয় আচার সহ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য ক্রয় করতে পারছেন’’।




সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।