বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারাগন লেদার ও মার্ক বাংলাদেশের তদন্ত কমিটি গঠন


Published: 2022-06-27 23:59:24 BdST, Updated: 2024-04-24 04:25:53 BdST


নিজস্ব প্রতিবেদক : ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) অন্তর্ভুক্ত কোম্পানি প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জন্য আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ জুন) মালিকানা ও আর্থিকসহ সার্বিক অবস্থা জানতে কোম্পানি দুটির জন্য তিন সদস্য বিশিষ্ট আলাদা কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওটিসির অন্তর্ভুক্ত।
কোম্পানি দুটির মধ্যে প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরীকে। অপরদিকে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়াকে।
এছাড়াও ওটিসির আরেক কোম্পানি খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে বিএসইসি।
কোম্পানির পক্ষ থেকে গত ১৪ জুন মালিকানা পরিবর্তনের জন্য বিএসইসিতে আবেদন করা হয়। কিন্তু কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়নি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।