শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রেকিট বেনকিজারের মুনাফা কমেছে


Published: 2022-08-01 22:05:41 BdST, Updated: 2024-04-27 01:21:19 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজারের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা ৬ মাসে (জানুয়ারি-জুন, ২২) এবং দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২২) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৮.৩০ শতাংশ কমেছে। সোমবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির চলতি হিসাব বছরের ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০.৬৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬২.০৩ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ১১.৩৫ টাকা বা ১৮.৩০ শতাংশ কমেছে। এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩২.৬৪ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ১.২৮ টাকা বা ৪ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬.৩২ টাকায়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।