শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় উত্থানে পুঁজিবাজার, প্রথম ঘণ্টায় লেনদেন ৪২৮ কোটি টাকা


Published: 2022-08-03 22:52:09 BdST, Updated: 2024-04-26 08:56:27 BdST

নিজস্ব প্রতিবেদক : শেয়ার বিক্রিতে ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) নির্ধারণের পর এবার পুঁজিবাজারে ব্যাংকের এক্সপোজার লিমিট ‘ক্রয়মূল্যে’ করার বিষয়ে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই খবরে বাড়ছে শেয়ারের দাম। ফলে সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন হচ্ছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে।

এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭০ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৪পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৩৫ হাজার টাকা। সিএসইতে ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে২৭টির  অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

গত বৃহস্পতিবার দরপতন ঠেকাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করে। এর মধ্যে মঙ্গলবার পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি ‘ক্রয়মূল্যে’ করার বিষয়ে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যার সুফল দেখতে পারছেন বিনিয়োগকারীরা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।