বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্ড ছাড়বে আইডিএলসি


Published: 2022-09-20 22:59:22 BdST, Updated: 2024-04-18 12:37:58 BdST


নিজস্ব প্রতিবেদক : জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সর্বশেষ পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর তথ্য মতে, আইডিএলসি ফাইন্যান্স আনসিকিউরড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে। বন্ডটির মেয়াদ হবে দুই বছর। বন্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে। কমিশন অনুমোদন দিলে এই টাকা উত্তোলন করবে আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রতিষ্ঠানটি।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আজ দিনের শুরুতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৭০ পয়সায়। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। যা আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। এর মধ্যে শুধু দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা। যা গতবছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা। গত ৩০ জুন প্রান্তিকে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ১৭ পয়সায়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।