শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২ লাখ শেয়ার স্থানান্তর করবে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা


Published: 2022-09-28 21:36:37 BdST, Updated: 2024-04-20 06:03:31 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) একজন উদ্যোক্তা আসলাম উল করিম তার হাতে থাকা শেয়ার স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, উদ্যোক্তা আসলাম উল করিমের হাতে থাকা এনসিসি ব্যাংকের ২ লাখ শেয়ার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) কাছে হস্তান্তরের সম্মতি দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন- ৪৭ এবং ৫৭(২) এর অধীনে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জ ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার স্থানান্তর করবেন আসলাম উল করিম।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।