শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেন ৬০০ কোটি টাকার নিচে


Published: 2022-11-16 02:57:05 BdST, Updated: 2024-04-26 06:09:31 BdST


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সূচকের পতন হয়েছে। এ নিয়ে পতন টানা তৃতীয় দিনে গড়াল। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। বাজারে লেনদেন কমে ৬০০ কোটি টাকার নিচে নেমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টি কোম্পানির। দরপতন হয়েছে ৬১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ২৮ লাখ টাকা টাকার শেয়ার ও ইউনিট। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে, সিএসসিএক্স ২৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।