শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিগুণ লোকসান বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালের


Published: 2022-12-13 00:15:16 BdST, Updated: 2024-04-27 06:47:58 BdST


নিজস্ব প্রতিবেদক : দ্বিগুণ লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেডের। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান ২৫ পয়সা বেড়েছে। প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ২১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি ২৫ পয়সা করে লোকসান বেড়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৩ টাকা ২২ পয়সা।

২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। শেয়ারহোল্ডারদের কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ৩০ জুন ২০২১ সালে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাতে সাধারণ শেয়ারহোল্ডারদের দেওয়া হবে মোট ৪৫ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৩৫ টাকা ১০ পয়সা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।