বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ কোম্পানির লভ্যাংশ অনুমোদনের সভা সোমবার


Published: 2022-12-26 00:57:23 BdST, Updated: 2024-04-25 04:47:28 BdST


নিজস্ব প্রতিবেদক : পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে ২৬ ডিসেম্বর (সোমবার) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন, নতুন বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- জাহিন স্পিনিং লিমিটেড, এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, শমরিতা হসপিটাল লিগ্যাসি ফুটওয়্যার, আছিয়া সি ফুড, আমান কটন ফাইবার্স, আমান ফিড, বিডি পেইন্টস, সিভিও পেট্রো কেমিক্যাল, দেশ গার্মেন্টস, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে জাহিন স্পিনিংয়ের এজিএম সোমবার সকাল ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনও লভ্যাংশ দেবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে এসিআইয়ের এজিএম সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এসিআইয়ের এজিএম ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্য্যাংশ দেবে।

আমান ফিডের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বিডি পেইন্টসের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। সিভিও পেট্রো কেমিক্যালের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪৫ শতাংশ লভ্যাংশ দেবে। শমরিতা হসপিটালের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। সোনারগাঁও টেক্সটাইলের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১ শতাংশ লভ্যাংশ দেবে। দেশ গার্মেন্টস এজিএম বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

আছিয়া সি ফুডের এজিএম দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ‍দেবে। আমান কটন ফাইবার্সের এজিএম দুপুর ১২টা ১৬ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। লিগ্যাসি ফুটওয়্যারের এজিএম দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। এছাড়াও এমজেএল বাংলাদেশের এজিএম বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম বিকেল ৪টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।