শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ এডিএন টেলিকম


Published: 2023-03-05 03:00:48 BdST, Updated: 2024-04-26 07:03:42 BdST


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজার দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে এডিএন টেলিকমের শেয়ারের দাম ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে সপ্তাহ শেষে ১৪১ টাকায় উঠেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা। সাধারণত শেয়ারের এমন দাম বাড়লে ডিএসই থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রকাশ করা হয়। তবে এডিএন টেলিকমের ক্ষেত্রে কোনো সতর্ক বার্তা প্রকাশ করেনি ডিএসই।

এদিকে, শেয়ারের এই দাম বাড়ার মধ্যে কোম্পানিটির তিনজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী সরকার ৮ লাখ ৫২ হাজার ৫০০টি, মো. আবু ইউসুফ জাকারিয়া ১৭ লাখ ৫ হাজার এবং মামুন রশিদ ২ লাখ শেয়ার বিক্রি করে দেবেন। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগে ২০২১ সালেও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এছাড়া ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ৬৪ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি। এর মধ্যে ৫১ দশমিক ৫৬ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৫২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৯৩ শতাংশ। এছাড়াও বিদেশিদের কাছে আছে এক দশমিক ৯৯ শতাংশ শেয়ার।

এদিকে শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বড় অঙ্কে লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ার। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। ১১ দশমিক ৮১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিল। এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ১০ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে। প্রগতি ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এছাড়াও আমরা টেকনোলজির ৯ দশমিক শূন্য ৬ শতাংশ, জেমিনি সি ফুডের ৮ দশমিক ১০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৪৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৬ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৬ দশমিক শূন্য ১ শতাংশ দাম বেড়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।