মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর নতুন চেয়ারম্যান ড. হাফিজ


Published: 2023-03-06 23:06:52 BdST, Updated: 2024-04-16 17:44:50 BdST


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। রোববার (৫ মার্চ) বোর্ড সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি। তিনি প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। তার অর্জিত পুরস্কারের মধ্যে রয়েছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস থেকে ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদক এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে সেরা গবেষণার জন্য ইউজিসি স্বর্ণপদক-২০১৭।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর শতাধিক গবেষণাপত্র বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশিত হয়। তার প্রকাশিত তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক কনফারেন্সে সেরা গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারিতে বিএসইসি চার ব্যক্তিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিসেস রুবাবা দৌলা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।