শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্রাতিরিক্তি পণ্য মজুদ রেখেছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ


Published: 2023-03-15 21:40:41 BdST, Updated: 2024-04-26 02:58:04 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাত্রাতিরিক্তি পণ্য মজুদ করে রেখেছে। ফলে কোম্পানিটির ওই পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি রয়েছে। এছাড়া, অতিরিক্ত মজুদ পণ্য থাকার কারণে কোম্পানিটির অর্থ সংকট দেখা দিয়েছে। কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন মন্তব্যে করেছে কোম্পানিটির সংশ্লিষ্ট নিরীক্ষক। নিরীক্ষক জানিয়েছে, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর শেষে ১৬২ কোটি ৯৪ লাখ টাকার মতো বিশাল পরিমাণের মজুদ পণ্য দেখিয়েছে, যা কোম্পানিটির বিক্রি বা আয়ের তুলনায় ৪.৬০ গুণ বেশি। এর আগের হিসাব বছর শেষে কোম্পানিটি ১৬৩ কোটি ১৯ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছিল।

এদিকে, কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে মাত্র ৩৫ কোটি ১৪ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। আগের হিসাব বছরে যার পরিমাণ ছিল ৩০ কোটি ৯৫ লাখ টাকা। ওই ২ হিসাব বছরে কাঁচামাল ব্যবহারের পরিমাণ খুবই কম ছিল। ফলে কোম্পানিটি দীর্ঘদিন ধরে মজুদ পণ্য বেড়ে যাচ্ছে। এতে করে মজুদ পণ্য পুরনো হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, মজুদ পণ্য নষ্ট হওয়ার ঝুঁকির পাশাপাশি অতিরিক্ত রাখার কারণে নগদ অর্থের সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। প্রসঙ্গত, ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৮১ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা বা পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৩.০৬ শতাংশ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।