শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞতার অভাবে  আশানুরুপ আইপিও বাজারে আসছে না


Published: 2018-10-11 20:42:09 BdST, Updated: 2024-04-19 23:45:22 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:অভিজ্ঞতার অভাবে  আশানুরুপ আইপিও বাজারে আসছে না।  দেশে ৫৫-৬০টি মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার থাকলেও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু আনছে। প্রত্যেকটি মার্চেন্ট ব্যাংকের আইপিওর জন্য ইস্যু জমা দেয়া বাধ্যতামূলক হলেও অনেকে তা করে না। যদি তারা ঠিকমত কাজ করতো তাহলে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বছরে ৬০ টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘প্রাইমারী মার্কেট সম্পর্কে সাধারন বিনিয়োগকারীদের সচেতনতা’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি । বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৮ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ সাধারন সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

বিএসইসি কমিশনার আরো বলেন, অনেক সময় কোনো কোম্পানির উদ্যোক্তাদের ইতিহাস খারাপ হলেও কমিশন তাদের কোম্পানির আইপিও অনুমোদন দিয়ে থাকে। কারণ, তারা নিয়মানুযায়ী সব ধরনের কাগজপত্র জামা দেয়। আর এ কারণে পরিচালনা পর্ষদে কম বয়সের পরিচালক থাকলেও সেসব কোম্পানির আইপিও অনুমোদন পায়। এসব কোম্পানির অনুমোদন পেলেও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।২০১০ সালে বাজারে ধ্বসের পেছনে কারণ তুলে ধরে তিনি বলেন, প্রাইভেট প্লেসমেন্টে অরাজকতাই ছিল ২০১০ সালের বাজার ধ্বসের অন্যতম কারণ। যদিও বিষয়টি নিয়ে কেউ বলেনি। তবে ওইসময় প্লেসমেন্টে শেয়ার বিক্রয় নিয়ে নানা অরাজকতা দেখা গেছে। এমনও দেখা গেছে অর্থ দিয়ে পরে প্লেসমেন্টের শেয়ার পাওয়া যায়নি। আবার যে পরিমাণ শেয়ার দেওয়ার কথা ছিল, তা দেয়া হয়নি।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। প্রবন্ধে তিনি বলেন, উদ্যোক্তাদের উদ্দেশ্যের ওপর কোম্পানির ভালো-মন্দ নির্ভর করে। তাই বিনিয়োগের আগে তাদের সম্পর্কে জেনে নেয়া উচিত। কারণ, উদ্যোক্তাদের অসৎ উদ্দেশ্যের কারণে একটি গ্রুপের সবচেয়ে ভালো কোম্পানিটিও শেয়ারবাজারে এসে খারাপ হয়ে যায়। আর দুর্বল কোম্পানিগুলো ভালো হয়ে যায়।

বিএমবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রাইমারী মার্কেট বা আইপিও তে  আসা কোম্পানিগুলোতে একজন বিনিয়োগকারী কি কি বিষয়ে খোজ নিয়ে বিনিয়োগ করবে মার্চেন্ট ব্যাংকার্সদের দায়িত্ব সেগুলো তুলে ধরা। সে দায়িত্ব থেকে আমাদের পক্ষ থেকে সেগুলো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তুলে ধরছি। যাতে তারা ক্ষতিগ্রস্থ না হয়। যদি কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হয় তাহলে তা পুঁজিবাজারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। যা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পুরো অর্থনীতিতেও প্রভাব পড়ে। আর আরজেএসসিতে (যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক অফিস) প্রায় আড়াই লাখ কোম্পানির রেজিস্ট্রেশন নেয়া আছে। অথচ বছরে মাত্র ১০-১২টি কোম্পানি শেয়ারবাজারে আসে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।