বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাংকের উপর বিনিয়োগকারীদের আগ্রহ বেশি


Published: 2018-10-15 11:26:36 BdST, Updated: 2024-04-24 05:50:14 BdST

বিজনেস ওয়াচপ্রতিবেদক:  দেশের শেয়ারবাজার কার্যদিবস চাঙ্গা ভাব দেখা দিয়েছে। আর এ চাঙ্গা বাজারে বিনিয়োগকারীদের নজর সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ব্যাংক খাতের উপর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ২৭ কোম্পানি বা ৯০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত রোববার ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডাচ-বাংলা বাংকের। কোম্পানির শেয়ার দর  গতকাল ২.৩০ টাকা বেড়েছে। এরপরেই রয়েছে সিটি, রূপালী ও শাহজালাল ইসলামী ব্যাংক। এ তিন ব্যাংকের শেয়ার দর ১.২০ টাকা বেড়েছে। আর তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা করে বেড়েছে প্রাইম ও যমুনা ব্যাংকের শেয়ার দর। এছাড়া ব্র্যাক ব্যাংকের ০.৭০ টাকা; এনসিসি ও ওয়ান ব্যাংকের ০.৫০ টাকা করে; আল আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের বেড়েছে ০.৩০ টাকা করে; উত্তরা, স্যোসাল ইসলামী, পূবালী, প্রিমিয়ার, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।  গতকাল শুধু এবি ব্যাংকের শেয়ার দর কমেছে। ব্যাংকটির শেয়ার দর কমেছে ০.১০ টাকা। আর ইস্টার্ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।