শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেনদেন বাড়লেও সূচক কমেছে


Published: 2018-11-14 19:56:39 BdST, Updated: 2024-04-19 05:31:05 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন বাড়লেও মূল্যসূচক কমেছে। এসময় বাজারের ১৩৮টি কোম্পানির শেয়ার দর বাড়লেও কমেছে ১৩৭টির। দিনশেষে ডিএসইতে ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ০.১৫ পয়েন্ট কমেছে। এসময় সিএসইতে ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত ছিল ৬২টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ১৪ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট কমেছে। এসময় ডিএসই’র প্রধান মূল্যসূচক ৫২৪৫ পয়েন্টে স্থিতি পেয়েছে। দিনশেষে শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস কমেছে ৬.৩৫ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক কমেছে ৬.৪৯ পয়েন্ট। বুধবার দিনশেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। এদিন কোম্পানিটির ৪৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার, কোম্পানিটির ২৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইফাদ অটোস, এসকে ট্রিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কাট্টালি টেক্সটাইল, সায়হাম কটন, একটিভ ফাইন কেমিক্যাল ও লিব্রা ইনফিউশন। এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ০.১৫ পয়েন্ট কমে ৯৭৩৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসই’র সার্বিক লেনদেন ২৫ কোটি ৯০ লাখ টাকা অতিক্রম করেছে। দিনশেষে সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত হয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল। এসময় কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।