বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষতা উন্নয়নে একসাথে কাজ করবে বিসিআই ও এসএমই ফাউন্ডেশন


Published: 2022-08-13 21:56:04 BdST, Updated: 2024-04-18 21:34:10 BdST


নিজস্ব প্রতিবেদক:এসএমই উদ্যোক্তাদের ঝরে পড়ার রোধে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিও জন্য একসাথে কাজ করবে বিসিআই ও এসএমই ফাউন্ডেশন। এ লক্ষ্যে বৃহস্পবিার (১১ জুলাই) এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান । সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় বিসিআই সভাপতি বলেন, বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার। বিসিআই স্থানীয় সকল শিল্পের পথে সকল প্রতিবন্ধকতা নিরসনে কাজ করে চলেছে। বিসিআই নতুন উদ্যোগ সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন এবং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। নতুন উদ্যোগ সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন কাজ করতে গিয়ে লক্ষ্য করছে যে এখাতে দক্ষ শ্রমিক এবং ব্যবস্থাপকের অনেক অভাব রয়েছে। এসএমই খাতে বেশির ভাগ শিল্প উদ্যোগ প্রথম ২ থেকে ৩ বছরের মধ্যে ঝরে যায় তার প্রধান কারন হচ্ছে সক্ষমতার অভাব, পণ্য বাজারজাত করনের সমস্যা, পর্যাপ্ত ঋনের অভাব ইত্যাদি। বিসিআই এসএমই উদ্যোক্তাদের ঝরে পড়ার রোধে খাত ভিত্তিক চাহিদা নিরুপন করে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিসিআই মনে করে এই কার্যক্রম বিসিআই ও এসএমই ফাউন্ডেশন যৌথ ভাবে পরিচালনা করলে এসএমই খাত এবং দেশ সমান ভাবে উপকৃত হবে এবং অর্থনীতিতে এখাতের অবদান ৬০ থেকে ৭০ শতাংশে উন্নিত করা সম্ভাব হবে। আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই কাজ আরো বেগবান হবে।
এসময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন বলেন, বিসিআই এর এ উদ্যোগকে আমরা স¦াগত জানাই। এসএমই খাতে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিসিআই ও এসএমই ফাউন্ডেশন এক সাথে কাজ করলে এখাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমূহ দুর করা সম্ভব হবে। এই সমঝোতা স্মারক দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিসিআই ও এসএমই ফাউন্ডেশন কাজকে আরো বেগবান করবে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিসিআই এর সাথে এসএমই ফাউন্ডেশনের এই সমঝোতা স্মারক এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএমই খাতে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সবধরনের প্রতিবন্ধকতা দূর করতে সচেষ্ট হবে দুই প্রতিষ্ঠান।
গভায় অন্যদের বিসিআই এর পরিচালক নাজমুল আনোয়ার, মহাসচিব ড. অর্ধেন্দু শেখর রায় এবং এসএমই ফাউন্ডেশনের সালাহ উদ্দিন মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, ফারজানা খান, মহাব্যবস্থাপকসহ অন্যরা উপস্থিত ছিলেন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।