বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ-উপায়ের চুক্তি স্বাক্ষর


Published: 2022-09-23 03:11:42 BdST, Updated: 2024-04-24 19:17:00 BdST


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিজিএমইএ’র এসইআইপি প্রকল্পের মাধ্যমে পোশাক খাতের মধ্যম পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের বৃত্তির টাকা বিতরণ হবে উপায়ের মাধ্যমে। বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান এবং উপায়ের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রেজাউল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথ অর্থায়নে পরিচালিত বিজিএমইএ এসইআইপি প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজিএমইএ। এ বিষয়ে বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, আরএমজি শিল্প পরবর্তী স্তরের প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে আগামী দিনে শিল্পের প্রয়োজন মেটাতে কর্মীবাহিনীকে দক্ষতা ও জ্ঞান দিয়ে সজ্জিত করতে দক্ষতা উন্নয়ন একটি শীর্ষ অগ্রাধিকার। বিজিএমইএ সব সদস্য কারখানায় দ্রুত, দক্ষ ও মসৃণ সেবা নিশ্চিত করতে এর সেবাগুলোকে ডিজিটালাইজ করার জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে। এগুলো সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উপায়ের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রেজাউল হোসেন বলেন, বিজিএমইএ-এসইআইপি দক্ষতা বৃদ্ধি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের বৃত্তির টাকা বিতরণে উপায়কে নির্বাচিত করায় আমরা বিজিএমইএকে ধন্যবাদ জানাই। আরএমজি শিল্প কয়েক দশক ধরে আমাদের অর্থনীতির প্রাণশক্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। এই প্রকল্পটি প্রশিক্ষণ গ্রহণকারীদের তাদের দক্ষতা বাড়াতে এবং শিল্পে আরও অবদান রাখতে সহায়তা করবে। বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, পরিচালক রাজীব চৌধুরী ও নীলা হোসনা আরা এবং উপায়ের চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী। ২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন- ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন। এছাড়া, ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।