শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আঞ্চলিক ব্যবসা-যোগাযোগ উন্নয়নে যৌথভাবে কাজ করবে চিটাগাং ও সিলেট চেম্বার


Published: 2018-11-18 20:08:54 BdST, Updated: 2024-04-19 19:06:10 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ উন্নয়নে যৌথভাবে কাজ করবে চিটাগাং ও সিলেট চেম্বার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মধ্যে এক মতবিনিময় সভায় এ ঐক্যমত হয়। গত ১৭ নভেম্বর সকালে সিলেট চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ’র সভাপতিত্বে সভায় চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালকবৃন্দ ও সচিবালয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ব্যবসায়িক সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সামাজিক, ধর্মীয় ও আচার-অনুষ্ঠানের দিক দিয়ে দু’অঞ্চলের মানুষের মাঝে অনেক মিল এবং আত্মিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে বলেন-সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন যা সুপ্রশাসনের উৎকৃষ্ট উদাহরণ। তিনি বলেন-মিলেনিয়াম ডেভেলাপমেন্ট গোলের (এমডিজি) পরে এসডিজি এবং ভিশন- ২০২১ ও ২০৪১ অর্জনে প্রাইভেট সেক্টরের ভূমিকা অপরিসীম।

 মাহবুবুল আলম সিলেট সীমান্তকে কাজে লাগিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রের  সাথে বাণিজ্য উন্নয়ন, ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম-সিলেট বিশেষ রেল সার্ভিস চালুকরণের পাশাপাশি জরুরী ভিত্তিতে বিদ্যমান ট্রেনসমূহে কমপক্ষে তিনটি আধুনিক বগি সংযোজন এবং সপ্তাহে অন্তত ৩ দিন অতিসত্ত্বর সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালুর উপর গুরত্বারোপ করেন। এক্ষেত্রে দুই চেম্বার এক সাথে কাজ করলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব।

সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন-প্রকৃত প্রদত্ত সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহারকে সহজতর করতে চট্টগ্রাম-সিলেট সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবী। চট্টগ্রাম ও সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য দেশ-বিদেশের পর্যটকদের দারুণভাবে আকর্ষন করে। কিন্তু কেবলমাত্র যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই সম্পর্ক ম্লান হয়ে যাচ্ছে। তিনি সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীহট্ট ইকনোমিক জোন এবং সিলেট ইলেক্ট্রনিক্স সিটিতে বিনিয়োগ, পর্যটনের বিকাশ, চট্টগ্রাম-সিলেট রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করার পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়ন, সড়ক পথের সংস্কার ও আধুনিক বাস সার্ভিস নিয়মিতভাবে চালু করা অত্যাবশ্যক বলে জানান। সিলেট চেম্বার সভাপতি এ সকল দাবী আদায় ও সম্পর্কোন্নয়নে চিটাগাং চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।