বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইর সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম


Published: 2019-04-29 19:19:41 BdST, Updated: 2024-04-18 13:21:27 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রার্স্টির (এফবিসিসিআই) ২০১৯-২১ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হলেন নেতা শেখ ফজলে ফাহিমএফবিসিসিআই-এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ  সোমবার ২৯ এপ্রিল ফেডারেশন ভবনে সভাপতি হওয়ার ঘোষণা দেন এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এফবিসিসিআই ৭১ জন পরিচালকের নিরঙ্কুশ সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন  উল্লেখ্য, শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি হলেন এছাড়াও ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআই-এর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুনতাকিম আশরাফ, চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মিসেস হাসিনা নেওয়াজ, মোঃ রেজাউল করিম রেজনু এবং দিলিপ কুমার আগার ওয়ালা এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ

 এবারের নির্বাচনে অন্যকোন প্যানেল না থাকায় ফেডারেশনের চেম্বার অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআই সাবেক সভাপতি, জ্যোষ্ঠসহ সভাপতি সহ সভাপতিরা শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নিরঙ্কুশ সমর্থন জানান ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআই সাবেক সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন সময় তিনি শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসা খাতের নেতৃত্ব আমরা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছি নব-নির্বাচিত সভাপতি, জ্যোষ্ঠসহ-সভাপতি এবং সহ-সভাপতিরা বোর্ডের অধিকাংশই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ

তিনি আরও বলেন, প্রধনামন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নতরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যা বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় আমরা সরকারের পক্ষ থেকে একটি অনুকুল পরিবেশ তৈরি করার চেষ্টা কওে যাচ্ছি, যাতে ব্যবসায়ীরা তাদের যথাযোগ্য ভুমিকা পালন করতে পারেন আমি আশা করি আসন্ন বাজেট ব্যবসায়ী বান্ধব হবে এবং তাবাস্তবায়নে ফেডারেশনের নব-নির্বাচিত নেতারা যথার্থ ভুমিকা পালন করবে

 

অনুষ্ঠানে ফেডারেশনের বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালকদের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে আজ শেখফজলেফাহিম ফেডারেশনেরসভাপতিনির্বাচিতহয়েছেন এই সংগঠনেরবিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ২০১৫ সাল থেকে দায়িত্ব পালনকরেআসছেনএবংচলতি মেয়াদে জ্যোষ্ঠসহ-সভাপতিহিসেবেসফলতার সঙ্গে দায়িত্ব পালনকরেছেন তাছাড়াতার নেতৃত্বাধীনপ্যানেলের নেতাহিসেবেতিনি আগামী দুই বছরের জন্য যে লক্ষ্য স্থিরকরেছেনতাব্যবসায়ীমহলেপ্রশংসিত গ্রহণযোগ্য হয়েছে তিনি আমার সভাপতিত্বের মেয়াদে জ্যোষ্ঠ সহ-সভাপতি হিসেবেস ময়োপযোগী বিভিন্ন লক্ষ্য ফেডারেশনের কার্যক্রমে যুক্ত করতে অগ্রণী ভুমিকা পালন করেছেন এবার তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সেই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকবে 

তিনি বলেন, আজকের বাংলাদেশে যে গতিশীল নেতৃত্বেও প্রয়োজন শেখ ফাহিমের মধ্যে সেই সকল গুণ রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন, টেক্সাস থেকে লিবারেল আটর্স ইন পলিটিক্যাল ইকোনোমি বিষয়ে ¯œাতক এবং ক্যাম্ব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টার্স সম্পন্ন করেছেন তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তি হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন তাই আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে আগামী মেয়াদে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হবে এবং সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে ফেডারেশন আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে

 নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, আমাকে এফবিসিসিআই-এর সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি ফেডারেশনের আওতাধীন চেম্বার অ্যাসোসিয়েশেনের সকল সদস্য নেতৃবৃন্দেও প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রতি আস্থা রাখার জন্য আমি বিশেষ ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআই সাবেক সভাপতি সালমান এফ রহমান এমপি এফবিসিসিআই-এর বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রতি।

গত ২৪ মার্চ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল ঘোষণা করা হয় এফবিসিসিআই এর সাবেক সভাপতি সালমান এফ রহমান এমপি এফবিসিসিআই-এর বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন-এর উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম এসাত্তার, এম একাশেম, মাহবুবুর রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, এমপি, নাসির হোসাইন, একে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ এবং আব্দুল মাতলুব আহমেদ শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেলকে সমর্থন জানান

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।