শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের ছাত্রের সাফল্যআলু উত্তোলন ও বপন যন্ত্রের উদ্ভাবন


Published: 2017-03-03 21:41:33 BdST, Updated: 2024-04-26 05:53:06 BdST

বিওয়াচ ডেক্স: গাজীপুরে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের এফএমপি ইঞ্জিনিয়ার বিভাগের এক দল বিজ্ঞানী আলু উত্তোলন ও বপন যন্ত্র উদ্ভাবন করেছেন। এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা অল্প খরচ ও সময়ে আলু উত্তোলন এবং বপন করতে পারবেন। নতুন এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে এই খাতে পাঁচশ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। স্বল্পমূল্যের এই যন্ত্রের মাধ্যমে আলু উত্তোলনে আলু কাটা বা নষ্ট হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তারা।
ইতোমধ্যেই যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে। কৃষকরা জানান, এর মাধ্যমে দ্রুত আলু বপন এবং উত্তোলন করা যাচ্ছে। এ কারনে সময় এবং শ্রম কম লাগছে। হাতে আলু চাষে যেখানে ৬০ জন শ্রমিক লেগেছে সেখানে যন্ত্র ব্যবহারে মাত্র ২০ জন শ্রমিকেই সে কাজ সম্পন্ন করা যায়।
বিজ্ঞানীরা বলছেন, আলু থেকে বিভিন্ন খাদ্য পণ্যের ‌উৎপাদন বাড়ায় আলুর চাহিদাও বেড়েছে। নতুন ‌এই যন্ত্রের মাধ্যমে আলু উৎপাদনে প্রতি বছরই বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব। যা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
নতুন উদ্ভাবিত এই যন্ত্রটির বাজার মূল্য ৩৫ হাজার টাকা। যন্ত্রটি ব্যবহার করে মাঠ পর্যায়ের কৃষকরা লাভবান হবে বলে জানান বিজ্ঞানীরা।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।