শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক ও গণশিক্ষায় বেড়েছে বরাদ্দ


Published: 2022-06-10 09:24:36 BdST, Updated: 2024-04-26 00:14:48 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক : আগামী অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছর এ খাতে বরাদ্দ ছিল ২৮ হাজার ২২১ কোটি টাকা। সে হিসাবে আগামী বাজেটে তিন হাজার ৫৪০ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বরাদ্দের কথা জানান।


অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, শিক্ষার মূল বুনিয়াদ হিসেবে বিবেচনা করে সরকার প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অনুযায়ী প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। ২০২২ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব শিক্ষার্থীকে স্বাস্থ্যসুরক্ষা মেনে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৭৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা ২০১১ শিক্ষাবর্ষ হতে শুরু করা হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স, সামর্থ্য, মেধা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার জন্য চার বছরের বেশি বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুস্তফা কামাল বলেন, সার্বিকভাবে শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য নতুন অবকাঠামো স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে। বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার ৪৯৫টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। পিটিআইবিহীন ১২টি জেলায় নতুন ১২টি পিটিআই চালু করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দুই লাখ ৭৩৭ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ২৬ হাজার ৩৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হয়েছে এবং নতুন সৃজিত পদসহ মোট ৩২ হাজার ৫৭৭টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

নিরক্ষর ব্যক্তিদের চিহ্নিত করে মোটিভেশনাল ও সেনসিটাইজেশন কার্যক্রম পরিচালনার ঘোষণা আমরা চলতি বাজেটে দিয়েছিলাম। বর্তমানে ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলা’ এর দ্বিতীয় পর্যায়ে ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সাক্ষরতা বৃদ্ধির কার্যক্রম চলছে, যার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের এক হাজার ৪৭৩টি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।