শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন রিফাইনারির প্রতিবেদনরাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়


Published: 2022-09-21 22:00:15 BdST, Updated: 2024-04-26 04:48:30 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক : টানা কুড়ি দিনের নানা পরীক্ষা-নিরীক্ষার পর ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জানিয়ে দিলো রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়। রিফাইনারির কারিগরি টিম বলছে, বাংলাদেশের রিফাইনারিটি ৫০ বছরের পুরাতন। শুধু হালকা অপরিশোধিত তেল পরিশোধন করার জন্য রিফাইনারিটিকে ডিজাইন করা হয়েছিল। কিন্তু রাশিয়ার তেল অপেক্ষাকৃত ভারী হওয়াতে এই রিফাইনারিতে পরিশোধন সম্ভব নয়। এ সংক্রান্ত ২০ পাতার একটি প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) জমা দিয়েছে ইআরএল কর্তৃপক্ষ। দেশে একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইআরএল সূত্রে জানা যায়, ২০ পাতার প্রতিবেদনের শেষ দিকের অংশে মতামত দিয়েছে ইআরএল’র টেকনিক্যাল কমিটি। এই কমিটির প্রধান ছিলেন ইআরএল’র মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমদ। সদস্য সচিব ছিলেন ব্যবস্থাপক (কোয়ালিটি কন্ট্রোল) সামিউল ইসলাম।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসি তাদের বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধির মাধ্যমে তেলের নমুনা পাঠায় ইস্টার্ন রিফাইনারিতে। নমুনা হিসেবে ৫টি প্লাস্টিক জারে ৫০ লিটার অপরিশোধিত তেল পাঠায় রাশিয়া। এর আগে ২৫ আগস্ট সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছিলেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে জ্বালানি তেল আনা সম্ভব নয়। কিন্তু এর পর পরই ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী রাশিয়া থেকে জ্বালানি তেলে আমদানিতে মার্কিনিদের নিষেধাজ্ঞা কোনও বাধা হবে না বলে জানিয়েছিলেন। এমন এক পরিস্থিতিতে রাশিয়ার তেলের বিষয়ে প্রতিবেদন দিলো ইস্টার্ন রিফাইনারি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।