মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদা সুপারি খেঁজুর ও মাছ জাতীয় পণ্যের ৭৩ কনটেইনার ধ্বংস করবে কাস্টমস কর্তৃপক্ষ


Published: 2022-11-15 07:09:51 BdST, Updated: 2024-04-16 16:40:18 BdST

 

রিয়াজুর রহমান রিয়াজ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন যাবত পড়ে থাকা আদা, সুপারি, খেঁজুর, বীজ মাছ জাতীয় পণ্যেও ৭৩ কনটেইনার ধ্বংস করবে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা পণ্য খালাস না করায় কন্টেইনার ভর্তি এসব নষ্ট পণ্য দীর্ঘদিন যাবৎ বন্দরে পড়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭৩ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০ কনটেইনার পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে কাস্টমসের।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ১৫ লটের এসব কনটেইনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কনটেইনার আছে ১৫টি। বিভিন্ন অফডকে ড্রাই পণ্যের কনটেইনার আছে ৬১টি। এসব কনটেইনারে ধ্বংসযোগ্য বায়োডিগ্রেডেবল (পচনশীল) আদা, সুপারি, খেজুর, জুস, ক্যারোলা বীজ, মাছের খাদ্য, মাছ ইত্যাদি রয়েছে।  সোমবার সকাল থেকে নগরীর আউটার রিং রোড-সংলগ্ন হালিশহরের আনন্দবাজারের চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গায় গর্ত খুঁড়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।