শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে ‘রন্ধন’ সয়াবিন তেল


Published: 2023-02-02 03:16:34 BdST, Updated: 2024-04-20 04:59:44 BdST


নিজস্ব প্রতিবেদক : পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যবহার করছে মান চিহ্নি। নেই মোড়কজাত ও ওজন যন্ত্রের নিবন্ধন সনদ। তারপরও অবৈধভাবে ‘রন্ধন’ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি এবং বাজারজাত করে আসছে। এ অপরাধে হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মান চিহ্নি ব্যবহার করছে। এছাড়া মোড়কজাত সদন নেই ও কারখানায় ব্যবহার করা ওজন যন্ত্রের নিবন্ধন সনদ ছিল না। তারপরও প্রতিষ্ঠানটি অবৈধভাবে ‘রন্ধন’ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করছে। এ অপরাধে হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বিএসটিআইয়ে এসে সব ধরনের ব্যবসায়ীক কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে। তা না হলে তাদের সিলগালা করে দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মঈন উদ্দিন (পরিদর্শক)। এছাড়া কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন মো. শাহরিয়ার হোসেন (পরিদর্শক) এবং সিরাজুম মুনিরা (পরিদর্শক)।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।