শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বিজনেস সামিটে ওয়ালটন পণ্যে মুগ্ধ বিদেশিরা


Published: 2023-03-15 17:58:49 BdST, Updated: 2024-04-20 00:37:18 BdST


নিজস্ব প্রতিবেদক : সফলভাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’। সামিটে দেশি-বিদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ওয়ালটন। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটনের বিশ্বমানের টেকসই ও পরিবেশবান্ধব পণ্যে মুগ্ধ হয়েছেন বিদেশিরা। বিশেষ করে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন ও এলিভেটর সবার নজর কেড়েছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এই বিজনেস সামিটে শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে। এরমধ্যে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক স্মার্ট পণ্য নিয়ে অংশগ্রহণ করে সবার আকর্ষণের কেন্দ্রে ছিল ওয়ালটন। সামিটে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিশ্বের ১৭টিরও বেশি দেশ থেকে তিন শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজনেস সামিট শুরুর প্রথম দিন শনিবার (১১ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের বিদেশি ব্যবসায়ী ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করা বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি। সে সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত থেকে সৌদি বাণিজ্যমন্ত্রীকে ওয়ালটন পণ্যের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সামিটের দ্বিতীয় ও শেষ দিনেও অসংখ্য দেশি-বিদেশিরা অতিথিরা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। পুরো সামিটজুড়ে ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির আইএফএম সিরিজের ডিজিটাল ইনভার্টার টেকনোলজির ভিআরএফ এয়ার কন্ডিশনার, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ৫.৫ স্টার এনার্জি রেটিং-প্রাপ্ত এসিসহ অন্যান্য অত্যাধুনিক পণ্য দেখে বিদেশি বিনিয়োগকারীরা অভিভূত হয়েছেন। তারা এসব পণ্যের বিস্তারিত তথ্য নিয়েছেন। আন্তর্জাতিক মানের ওয়ালটন পণ্যের অকুণ্ঠ প্রশংসা করেছেন। অনেকেই বাংলাদেশ থেকে ওয়ালটন পণ্য আমদানির আগ্রহ দেখিয়েছেন।

ওয়ালটন প্যাভিলিয়নে গিয়ে দেখা গেছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস; বিশেষ করে ভিআরএফ আইএফএম সিরিজের ডিজিটাল ইনভার্টার টেকনোলজির এসি, অত্যাধুনিক প্রযুক্তির প্যাসেঞ্জার ও কার্গো লিফট, স্মার্ট টেলিভিশন, স্মার্ট ফোন, ল্যাপটপসহ আইসিটির নতুন অত্যাধুনিক স্মার্ট পণ্য প্রদর্শন করা হয়েছে। কনজ্যুমার গুডসের পাশাপাশি মাস্টার ব্যাচ (রঙিন পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়), ফাস্টেনার, পিবিসি বোর্ড, ম্যাগনেট কম্পোনেন্ট, হট মেল্ট গ্লু, পিইটি বেল্ট, নাট, বোল্ট, স্ক্রুসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস প্রদর্শন করা হয়েছে। একাধিক ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, ইলেক্ট্রনিক্স খাতে দীর্ঘদিন ধরেই বহিবির্শ্বে সুনাম বয়ে আনছে ওয়ালটন। দেশের মানুষের মন জয় করার পাশাপাশি ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান বিদেশিদেরও আকৃষ্ট করছে। যার ফলে ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের বিভিন্ন পণ্য। এরই ধারাবাহিকতায় বিজনেস সামিটে ওয়ালটনের পণ্য দেখতে ভিড় জমিয়েছিলেন দেশি-বিদেশি ব্যবসায়ী। বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ সোমবার (১৩ মার্চ) সামাপনী ঘোষণা করা হয়েছে। সামিটে প্রতিদিনই নানা ধরনের সেমিনার হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ বৃদ্ধিতে এই সামিট সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।