শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রনতুন দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি, ক্রেতাদের সন্তোষ


Published: 2023-03-29 21:41:59 BdST, Updated: 2024-04-20 04:31:38 BdST


নিজস্ব প্রতিবেদক : রমজানের শুরু থেকে রাজধানীতে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভ্রাম্যমাণ এ বিক্রয় কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত। এরমধ্যে বাজারে দাম কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও ডিম ও ড্রেসড ব্রয়লার (চামড়া ছাড়া) মুরগির দাম কমানো হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বুধবার (২৯ মার্চ) রাজধানীর খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড) ও সেগুনবাগিচা কাঁচাবাজারে দেখা যায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র। দাম কমায় এখান থেকে ডিম ও মুরগি বেশি কিনছে মানুষ। এর আগে মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, বাজারে দাম কিছুটা কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও দামে সামঞ্জস্য আনা হয়েছে। এক্ষেত্রে ডিম ডজনপ্রতি ১২০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং ড্রেসড ব্রয়লার মুরগি ৩৪০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) থেকে নতুন এ দামে পণ্য বিক্রি করা হচ্ছে।

খিলগাঁও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের কাউন্টারের দায়িত্বে থাকা হাসিবুর রহমান শান্ত বলেন, মুরগি ও ডিমের দাম আজ থেকে আরও কমানো হয়েছে। নতুন দামেই আমরা বিক্রি করছি। তবে গরু, খাসি, দুধের দাম আগের মতোই আছে। মুরগি আর ডিমের দাম কমায় ক্রেতারাও অনেক খুশি। কেউ কেউ বেশি নিতে চাচ্ছেন, তবে আমরা নিয়মের বাইরে কাউকে দিচ্ছি না। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে আসা শীলা ইসলাম নামে এক ক্রেতা বলেন, এখানে বাজার থেকে দাম কম, তাই কিনতে আসি। আজকে এসে দেখলাম ডিম আর মুরগির দাম আরও কমেছে। এখন তো আরও ভালো হলো, দাম কমায় আমাদের কষ্ট কিছুটা কমলো। আরেক ক্রেতা নেসারুল হক বলেন, ডিম-মুরগির মাংসের দাম কমায় আমরা সন্তুষ্ট। তবে গরু আর খাসির মাংসের দামও কিছুটা কমানো দরকার। খাসির দাম তো বাজারেও অনেক বেশি এখানেও বেশি।

রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ি, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) এবং কামরাঙ্গীরচর এলাকায় সুলভমূল্যে এসব পণ্য বিক্রি হচ্ছে। ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুধ, ডিম ও মাংসের সরবরাহ ও মূল্যস্থিতিশীল রাখার লক্ষ্যে, রমজান মাসে জনসাধারণ যেন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।