শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আলুর দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় অভিযানডিমের ৬ কোম্পানির বিরুদ্ধে মামলা করবে প্রতিযোগিতা কমিশন


Published: 2023-09-14 17:50:14 BdST, Updated: 2024-07-27 13:17:22 BdST

নিজস্ব প্রতিবেদক : ডিমের বাজারে কারসাজি করে মূল্যবৃদ্ধির মাধ্যমে বাড়তি মুনাফার অভিযোগে, ছয় কোম্পানি ও চার বাণিজ্যিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এতথ্য নিশ্চিত করেছেন কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এছাড়া ডিমের বাজারে কারসাজির অভিযোগে দু-এক দিনের মধ্যেই কোম্পানিগুলোর বিরুদ্ধে নোটিশ জারি করা হবে। এই ৬ কম্পানি হচ্ছে- কাজী ফার্মস, প্যারাগন পোল্ট্রি , ডায়মন্ড এগ, পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি ও নাবা ফার্ম। এছাড়া পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশ এবং ইউনাইটেড এগ সেল পয়েন্টের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্তে এসেছে, এসব কোম্পানি ও তাদের সংশ্লিষ্ট সমিতি যোগসাজশের মাধ্যমে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করেছে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ থাকায় মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মামলায় অভিযোগ প্রমাণিত হলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

এদিকে, আলুর দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় হিমাগার ও বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নানা অনিয়মের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। সকালে চট্টগ্রাম পাহাড়তলী বাজারে অভিযান চালানো হয়। এসময় বেচা-কেনার রশিদ এবং মূল্য তালিকা না থাকায় এলাহী ট্রেডার্স, বিএম ট্রেডার্স ও মেসার্স জাহিদ অ্যান্ড ব্রাদার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা। মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ম বহির্ভুতভাবে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় মেঘনা কোল্ড স্টোরেজকে ২০ হাজার টাকা এবং কেনা-বেচার রশিদ না থাকায় ৪ জন খুচরা ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীর বায়া বাজারের হিমালয় কোল্ড স্টোরেজে দুই আড়তদারকে একই অভিযোগে আট হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।