শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী


Published: 2020-03-17 01:29:38 BdST, Updated: 2024-04-19 02:40:27 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও এগ্রো প্রসেসিংসহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্পের উন্নয়নে ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন দেশের উন্নয়নের গতিকে আরও শক্তিশালী করতে এসব খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
রোববার ১৫ মার্চ ঢাকার ধামরাইয়ে সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।


শিল্পমন্ত্রী বিসিক শিল্প নগরীতে রপ্তানিমুখী শিল্পায়নকে জোরদার করার আহ্বান জানিয়েছেন বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মানসম্মত শিল্প পণ্য উৎপাদন করতে হবে। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন,ধামরাইয়ের সম্প্রসারিত বিসিক শিল্প নগরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তাদের কারখানা স্থাপন করতে হবে। তা না হলে প্লট বরাদ্দ বাতিল করে সেটি অন্য উদ্যোক্তাকে প্রদান করা হবে। উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিসিক, বিটাক ও এসএমই ফাউন্ডেশন হতে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ প্রদান করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প শিক্ষিত উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এছাড়া পরিবেশবান্ধব ও শ্রমিকবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক শিল্প কারখানার প্লটের চারপাশে পর্যাপ্ত সংখ্যক গাছ লাগাতে হবে। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য স্থানীয় নেতৃবৃন্দকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।
ধামরাইয়ে জনগণ শিল্পবান্ধব উল্লেখ করে সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, নতুন শিল্প স্থাপনের প্রয়োজনে জমি অধিগ্রহণসহ যেকোনো ধরনের সহায়তা ধামরাইবাসী করবে।
বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান বলেন, ধামরাই শিল্পনগরীতে উৎপাদিত কিছু কিছু পণ্য মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।