মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন


Published: 2020-03-23 19:38:26 BdST, Updated: 2024-04-16 19:47:12 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:
করোনা মোকাবেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। করপোরেশনের আওতাধীন মিল/প্রতিষ্ঠানগুলোতে করোনার প্রার্দুভাবে উদ্ভুত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে কাজ করবে এই কন্ট্রোল রুম। এজন্য করপোরেশনের মতিঝিলে অবস্থিত চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দপ্তরের প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোঃ আব্দুল মান্নানকে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে মোবাইল নম্বর ০১৭১৫-১৮১৬৫২, ই-মেইল: cbsfic@gmail.com এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও করপোরেশনের আওতাধীন সকল মিল, প্রতিষ্ঠানসমূহে চিকিৎসা কেন্দ্রের মেডিক্যাল অফিসারগণ তাঁর কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করার নির্দেশনা দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। এসব কন্ট্রোল রুমের ফোকাল পয়েন্টের তথ্য সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে বলা হয়েছে।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণরোধে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইহ্নটিটিউটের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এসব জায়গায় কর্মরত সকল কর্মীকে দেহের তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।