শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআই'র সভাপতি জসিম উদ্দিনের সাথে তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত


Published: 2021-06-03 03:08:28 BdST, Updated: 2024-04-19 16:40:48 BdST
নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নব নির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। আজ বুধবার (২ জুন) সকালে এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিষয়ে তাঁর সাথে বিষদ আলোচনা হয়। এসময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল্লাহ ডন, সালাহউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান এবং তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর কেনান কালেচি উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।