বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর চিত্র অংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি খাত বিষয়ক ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ


Published: 2017-08-15 20:19:45 BdST, Updated: 2024-04-24 00:07:24 BdST

বিজনের ওয়াচ প্রতিবেদক: শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর চিত্র অংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি খাত বিষয়ক ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ। আজ সংগঠনটির মগবাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ প্রতিেিযাগিতার আয়োজর করে সংগঠনের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগমনী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। এসময় অন্যদের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্ম্সা এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালক হাজী হাফেজ হারুন, হেলেনা জাহাঙ্গির, ফটোগ্রাফী এসোসিয়েশনের সভাপতি আক্কাস মাহমুদ, চট্টগ্রামের ব্যবসায়ি অজয় কর উপস্থিত ছিলেন।
আবুল কাশেম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ওসমান গনি বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর পরিচয় ছড়িয়ে দিতে হবে। তিনি না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আমরা কেউ বর্তমান পর্যায়ে আসতে পারতাম না। এখানে উপস্থিত শিশুদের মধ্য থেকেই কেউ আগামী দিনের দেশ নায়ক হবেন। এজন্য বঙ্গবন্ধুকে জানতে হবে।
সভাতির বক্তব্যে আবুল কাশেম আহমদ বলেন, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস। এদিনে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে বাংলাদেশের কতিপয় বিশ্বাস ঘাতকেরা নির্মম ভাবে হত্যা করে ক্ষমতা দখল করে ও সুদীর্ঘ দিন ইতিহাস বিকৃত করে। বঙ্গবন্ধুর অর্জনকে বিনষ্ট করার সকল অপকৌশল অবলম্বন করে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে বিদেশে থাকার কারনে হত্যা করতে পারে নাই। শেখ হাসিনা দেশে ফিরে আসলেন এবং স্বাধীনতাকামী মানুষের মধ্যে আবার জাগ্রত হলো আশার আলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা স্বাধীন বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতির কন্যা।
বঙ্গবন্ধুর হত্যাকারী যারা বিদেশে পলাতক আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার জন্য শেখ হাসিনার কাছে দাবী জানান তিনি। এজন্য স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। ৩ কোটি ব্যবসায়ীদেরকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, উদ্দেশ্য সম্পর্কে সচেতনতাবোধ জাগ্রত করতে হবে। সব প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।