বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অ্যাম্বিয়েন্ট এ অংশ নেবে দেশের ৩১ টি প্রতিষ্ঠান


Published: 2018-01-15 19:31:40 BdST, Updated: 2024-04-18 13:27:15 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক: আগামী ৯-১৩ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বা কনজিউমার গুডসের প্রদর্শনী অ্যাম্বিয়েন্ট। বরাবরের মতো এবারো মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। 

বাংলাদেশ গত তিন দশকেরও বেশী সময় ধরে অ্যাম্বিয়েন্টে অংশ নিচ্ছে, এবং এই প্রদর্শনী থেকে বেশ কিছু ইন্ডাস্ট্রি যেমন, পাট এবং হস্ত শিল্পজাত পণ্য তাদের মানোন্নয়নে সক্ষম হয়েছে।

বাংলাদেশ থেকে এবারে মোট ৩১ জন প্রদর্শক অ্যাম্বিয়েন্ট এ অংশ নিচ্ছেন বিভিন্ন পণ্য নিয়ে, যার মধ্যে আছে সিরামিক, পাট এবং অন্যান্য হস্ত শিল্পজাত পণ্য। বাংলাদেশ প্যাভিলিয়নে যে সব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তাদের মধ্যে আছে, ন্যাচারাল হ্যান্ডিক্রাফটস, প্রকৃতি, কর দা জুট ইত্যাদি।

এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে ইপিবির সহায়তা ছাড়া সরাসরিভাবে নিজেদের স্বতন্ত্র স্টল নিয়ে যাদের মধ্যে আছে, আর্টিসান সিরামিক্স লিমিটেড, আস্ক হ্যান্ডিক্রাফটস লিমিটেড, কনেক্সপো, ক্রিয়েশন, ফার সিরামিক্স, মুন্নু সিরামিক্স, প্যারাগন সিরামিক্স, পিপলস সিরামিক্স, সান ট্রেড এবং শাইন পুকুর সিরামিক্স। 

বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) হস্ত শিল্পজাত পণ্য, গৃহসজ্জায় ব্যবহৃত পণ্য, রান্নাঘরের সরঞ্জামাদি, ইত্যাদির রপ্তানি বাড়াতে ভর্তুকি দিয়ে স্বল্পমূল্যে স্টল বরাদ্দ করে আসছে যেন ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকরা বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্য প্রদর্শনীতে অংশ নিতে আরও উৎসাহী হয়।  

অ্যাম্বিয়েন্টে ৪৪০০ জনেরও বেশী প্রদর্শক আছে এবং এতে ১৪০,০০০ এরও বেশী ক্রেতা আসেন প্রতিবারে। এটি একটি বিখ্যাত প্রদর্শনী যেখানে বাংলাদেশ বিশ্বের বাজারে নিজের পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ পায় এবং এখানে ১৫৪ টিরও বেশী দেশ থেকে ক্রেতারা অংশ নেয়।

বাংলাদেশ তিন দশকের বেশি সময় ধরে অ্যাম্বিয়েন্টে অংশ নিচ্ছে। ভারতের পর বাংলাদেশই হলো এ প্রদর্শনীতে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রফতানিকারক দেশ, যাদের পণ্য তালিকা অনেক বিস্তৃত।

আগামী অ্যাম্বিয়েন্ট অনুষ্ঠিত হবে ২০১৯ সালে। এছাড়াও অ্যাম্বিয়েন্ট ভারত অনুষ্ঠিত হবে আগামী জুন ২০১৮-তে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।