শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬০ বছর পূর্তিতে ২৮ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন করবে ঢাকা চেম্বার


Published: 2018-10-20 13:45:42 BdST, Updated: 2024-04-19 21:00:40 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী থাকার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬০ বছর পূর্তিতে ২৮ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন করবে ঢাকা চেম্বার অব কর্মান এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।  গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, মানব উন্নয়ন সূচক, এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক জাতিসংঘের তিনটি অত্যাবশ্যকীয় শর্ত পরিপূরণের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল অর্থনীতির রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের জন্য একটি নি:সন্দেহে গুরুত্বপূর্ণ এক অর্জন। ঢাকা চেম্বারের ছয় দশক পূর্তিও সাথে এই অর্জন একীভূত হওয়ায় ডিসিসিআই এ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে।

ঢাকা চেম্বার সুত্রে জানা গেছে,  ৬০ বছর পূর্তিকে স্বরণীয় করে রাখতে ২৮ অক্টোবর ডেস্টিনেশন বাংলাদেশ শিরোনামে ঢাকায় একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলননে আয়োজন করেছে  ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলন  ডেস্টিনেশন বাংলাদেশ: গেটওয়ে টু গ্রোথ অ্যান্ড ইনভেস্টমেন্ট  শিরোনামের মূখ্য একটি সেশন এবং এরপর  একে একে মেড ইন বাংলাদেশ, ইনভেস্টমেন্ট বাংলাদেশ, ইনভেস্টমেন্ট বাংলাদেশ এফডিআই অপরচুনিটিজ, ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ ফাইন্যান্সিং দ্য ফিউচার, এসডিজি বাংলাদেশ, সাসটেইত্র্যাবল জুট পাল্প পেপার অ্যান্ড জুট সেক্টর ডেভেলপমেন্ট এবং  ইনোভেশন অ্যান্ড ডিসিটাল বাংলাদেশ শিরোনাম আটটি বিষয় ভিত্তিক আলোচনামূলক সেশনের আয়োজন করা হয়েছে।

অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি ইকোনমিক পাওয়ারহাউজে পরিণত হতে যে সক্ষম তা তুলে ধরবে ঢাকা চেম্বার। এতে দেখানো হবে এশিয়ান টাইগার  এর সম্পৃক্ত দেশসমূহ বা আরও কিছু দেশ সাম্প্রতিক অতীতে যে সাফল্য দেখিয়েছে,বাংলাদেশও তার অনুরূপ সম্ভাবনা রাখে। দ্রুত সমৃদ্দি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে পুরো বিশ্বে নিজের অবস্থান করে নিয়েছে, এমনকি জিডিপির বৃদ্দির নিরীখে চীনকেও পেছনে ফেলেছে। সাম্প্রতিক প্রাইজওয়াটারহাউজ কুপার্স রির্পোট অনুসারে, ২০৩০ সালের মধ্যে বৃহওম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ ২৮ তম এবং ২০২৫ সাল নাগাত ২৩ তম স্থান করে নেবে ।জিডিপি ভিওিক হিসেবে এই অবস্থানের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক প্রেক্ষিতে মালয়েশিয়া এবং থাইল্যান্ডকেও ছাড়িয়ে যাবে।একটি মাধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ সরকার ভিশন ২০২১ এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার জন্য ভিশন ২০৪১ রুপকল্প সৃষ্টি করেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।