শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবুজ কারখানার স্বীকৃতি পেল তিন পোশাক কারখানা


Published: 2022-09-13 22:12:06 BdST, Updated: 2024-04-20 09:01:31 BdST


নিজস্ব প্রতিবদেক : ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সবুজ কারখানার স্বীকৃতি 'লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড)' সনদ পেল দেশের আরও তিন পোশাক কারখানা। কারখানা তিনটি হচ্ছে- ফতুল্লা অ্যাপারেলস, শরাফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ এবং ডেবোনেয়ার অ্যান্ড অরবিটেক্স নিটওয়্যার। তিনটি কারখানাই ইউএসজিবির সর্বোচ্চ মান প্লাটিনাম রেটিং পেয়েছে। এ নিয়ে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার মোট সংখ্যা দাঁড়াল ১৭১টিতে। সবুজ পোশাক কারখানা ভবন নির্মাণে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় নতুন তিনটিসহ দেশের ৫৩টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৪টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। চারটি কারখানা সাধারণ সনদ পেয়েছে। আরও বেশ কিছু কারখানা পাইপলাইনে রয়েছে।

লিড সনদ পাওয়া নতুন কারখানার মধ্যে ফতুল্লা অ্যাপারেলস ১১০ রেটিং পয়েন্টের মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করেছে। সারাবিশ্বে নিটওয়্যার কারখানার মধ্যে এটি পাওয়া সর্বোচ্চ স্কোর। জানতে চাইলে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, নিট ক্যাটাগরির পোশাক কারখানার মধ্যে তাঁর ফতুল্লা অ্যাপারেলস শীর্ষ রেটিং পয়েন্ট পেয়েছে। ভবনের কাঠামো নির্মাণ থেকে পানির ব্যবহার জ্বালানির ব্যবহার সবকিছুর ওপর নির্দিষ্ট সূচক বিবেচনায় পয়েন্ট দেওয়া হয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর কারখানায় পানির ব্যবহার এখন নূ্যনতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। সারাবিশ্ব থেকে উন্নতমানের মেশিনারিজ কারখানাটিতে স্থাপন করা হয়েছে। আরও উন্নত কোনো মেশিনারিজ আবিস্কার হলে তাও এনে প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সবুজ কারখানা করার সুবিধা হচ্ছে ক্রেতা আস্থা। সাধারণত এ ধরনের কারখানায় উৎপাদিত পণ্যের গায়ে আলাদা একটি ট্যাগ থাকে। এর অর্থ হচ্ছে- পণ্যটি সবুজ কারখানায় উৎপাদিত। ফলে ভোক্তা পর্যায়েও আলাদা কদর থাকে। এসব কারণে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো লিড সনদের কারখানাগুলোর প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।