শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সবুজ কারখানার সনদ পেলো অনন্ত গার্মেন্টস লিমিটেড


Published: 2023-02-21 02:51:53 BdST, Updated: 2024-04-27 08:40:18 BdST


নিজস্ব প্রতিবেদক : পরিবেশসম্মত সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরির আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি)’ সনদ পেয়েছে অনন্ত গার্মেন্টস অ্যান্ড স্পোটসওয়ার লিমিটেড। এ নিয়ে নতুন বছরে পাঁচ প্রতিষ্ঠান এলইইডি সনদ পেলো। এখন পর্যন্ত মোট ১৮৮টি এলইইডি সনদ পাওয়া কারখানার খ্যাতি অর্জন করলো বাংলাদেশ। নতুন কারখানাটি প্লাটিনাম সনদ পেয়েছে। বিভিন্ন সূচকে কারখানাটির অর্জিত পয়েন্ট ৮৯। গত ২২ জানুয়ারি আমানত শাহ ফেব্রিকস গোল্ড সনদ অর্জন করে। আর জানুয়ারির শেষ সপ্তাহে প্লাটিনাম সনদ পেয়েছিল জেকেএল ও জেএল ফ্যাশন। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সবুজ কারকানা সনদ পেলো কেডিএস আইডিআর লিমিটেড। দেশে ইউএসজিবির সনদ পাওয়া সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৬৪টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ৪টি। এতে সর্বমোট গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সংখ্যা দাঁড়াল ১৮৮টিতে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ এ সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়। তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল এ নিয়ে বলেন, সবুজ কারখানা মানে বিশ্ব বাজারে ক্রেতার কাছে আলাদা কদর তার। এ কারখানায় উৎপাদিত পণ্যের গায়ে গ্রিন ট্যাগ সংযুক্ত থাকে। অর্থাৎ এ পণ্যটি কোন সবুজ কারখানায় উৎপাদিত। এ পণ্যটি বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতার কাছে আস্থা বাড়ে। সবুজ কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতেও এগিয়ে থাকা যায়। মূল কথা সনদ দেশ ও পোশাকখাতের ব্র্যান্ড ইমেজ বাড়াতে সহায়তা করে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।