শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার দাবি


Published: 2017-11-16 11:52:30 BdST, Updated: 2024-04-19 18:55:32 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:অবিলম্বে দেশের গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার এবং মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে দাবি জানান।

একই সঙ্গে অন্যান্য গ্রেডের মজুরি ও সোয়েটারের পিসরেট আনুপাতিক হারে বৃদ্ধির দাবিও জানান।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধগতি ও বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত দুই বছর ধরে গার্মেন্ট শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করে আসলেও সরকার ও মালিকপক্ষ কর্ণপাত করেনি।

নেতারা আরও বলেন, গণমাধ্যমের খবরে প্রকাশ মালিক সমিতি মজুরি বৃদ্ধি করে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার জন্য সরকারের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে, যা ইতিবাচক এবং শ্রমিক পক্ষের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠা করে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।