বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ২১৫৬ জন যৌনকর্মীকে সামাজিক পেশায় সম্পৃক্ত


Published: 2022-08-16 02:09:41 BdST, Updated: 2024-04-18 17:27:21 BdST


নিজস্ব প্রতিবেদক: দুই হাজার ১৫৬ জন যৌনকর্মীকে উদ্বুদ্ধকরণ, কারিগরী ও উপানুষ্ঠানিক শিক্ষাদানের মাধ্যমে সামাজিক পেশায় সম্পৃক্ত করা করেছে নারী উন্নয়ন শক্তি (নাস)। এছাড়া ১৬৯ জন ধর্ষিতা নারী ও শিশুকে আইনি সহায়তা ও মক ট্রায়ালের মাধ্যমে তাদেরকে কোর্ট প্রসিডিংস সম্পর্কে পূর্ব ধারণা প্রদান করা হয়েছে। এর বাইরে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নারী উন্নয়ন শক্তি সচেতনতা ও আইনি সহায়তা প্রদান করে আসছে।
উল্লেখ্য (নাস) ১৯৯২ সালের ১৪ আগষ্ট বাংলাদেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয়। রোববার ১৪ আগষ্ট ২০২২ এই সংস্থাটির সেবা প্রদানের ৩০ বৎসর পূর্ণ করে। এ উপলক্ষে এক মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জানানো হয় এ পর্যন্ত নারী উন্নয়ন শক্তি ৪৪টি দেশী-বিদেশী ডোনার ও পার্টনার অর্গানাইজেশনের সহায়তায় বাংলাদেশের ২৩টি জেলায় সর্বমোট ৭৯টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ১৬ লক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদান করেছে।
উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ১,০৪,০০০ প্রান্তিক জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক শিক্ষা প্রদান করা হয়েছে। মোট ৪,৫০০ ঝুঁকিপূর্ণ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণ ও উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও নারী উন্নয়ন শক্তি ১৬ লক্ষ মানুষের মধ্যে ১৪ বৎসর যাবত ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এবং তার চিকিৎসা প্রদান করেছে। এই লক্ষ্যে ১৫ লক্ষ ৭১ হাজার দীর্ঘমেয়াদী কীটনাশক মশারী বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং ১৪ লক্ষ ব্যবহৃত মশারী কীটনাশক ঔষধে চুবিয়ে ম্যালেরিয়া
১৬৯ জন ধর্ষিতা নারী ও শিশুকে আইনি সহায়তা ও মক ট্রায়ালের মাধ্যমে তাদেরকে কোর্ট প্রসিডিংস সম্পর্কে পূর্ব ধারণা প্রদান করা হয়েছে। এ ছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নারী উন্নয়ন শক্তি সচেতনতা ও আইনি সহায়তা প্রদান করে আসছে।
আজকের এই পূর্তি অনুষ্ঠানে বিগত ৩০ বৎসরের অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে সকলে আলোচনা করেন। আগামীতে যেন সংস্থাটি দেশ ও দশের কল্যাণে এগিয়ে যেতে পারে সে বিষয়ে সকলে একাত্মতা প্রকাশ করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।