শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করবে রেনেটা


Published: 2018-01-20 13:46:29 BdST, Updated: 2024-04-19 23:45:17 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করবে রেনেটা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড সম্প্রতি যুক্তরাজ্যে ওষুধ রফতানির অনুমোদন পায়।

ডিএসই সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস এজেন্সি (এমএইচআরএ) ওষুধ তৈরির জন্য রেনেটার মিরপুরে অবস্থিত উচ্চক্ষমতা সম্পন্ন কারখানা ও রাজেন্দ্রপুরের সাধারণ ফ্যাক্টরিকে অনুমোদন করেছে। এরই অংশহিসেবে ফেব্রুয়ারি মাস থেকেই হাইড্রোকরটিসন ১০মিগ্রা ও ২০মিগ্রা টেবলেট এবং কলসিসাইন ৫০০মিগ্রা টেবলেট নামের ঔষুধের দুটি ব্র্যান্ড রফতানি করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে যুক্তরাজ্যের বাজারে রফতানির জন্য ওষুধগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।এদিকে, রেনেটাকে যুক্তরাষ্ট্রের বাজারেও দুটি নতুন ওষুধ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সকল আনুষ্ঠানিতকা সম্পন্ন করে চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে ওষুধগুলোর রফতানি প্রক্রিয়া শুরু হবে। তবে এ ওষুধগুলোর ব্র্যান্ড নাম এখনো চূড়ান্ত করা হয়নি। এছাড়াও রেনাটা লিমিটেডের এ দুই কারখানাকে আইএসও ১৪০০১: ২০১৫ (পরিবেশগত ব্যবস্থাপনা) এবং বিএস ওএইচএসএএস ১৮০০১: ২০০৭ (পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা) সনদ প্রদান করা হয়েছে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।