শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিগগিরই বাজারে আসছে স্যামসাং নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮


Published: 2017-03-25 02:40:55 BdST, Updated: 2024-04-20 08:59:05 BdST

বিওয়াচ ডেক্স: স্যামসাং নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮ বাজারে আসতে চলেছে। নতুন এ ফোনটিতে থাকছে ভয়েস আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ‘বিক্সবি’ প্রযুক্তি।

স্যামসাং নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮ নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ নতুন এই ফোনটিতে থাকছে ভয়েস আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ‘বিক্সবি’ প্রযুক্তি। এটিকে বলা হয় ডিজিটাল অ্যাসিসটেন্ট। যা দিয়ে ডিজিটাল পেমেন্ট এবং অল নেটিভ অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করা যাবে বলে স্যামসাং-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই ডিজিটাল বন্ধুটি দিয়ে এমন অনেক কিছুই করা যাবে যা গ্রাহকরা পূর্বে কখনও চিন্তাও করেনি। এই ডিজিটাল বিক্সবি দিয়ে ভিজ্যুয়াল সার্চ ও ক্যামেরার মাধ্যমে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (অসিআর) টুল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

জানা গেছে, গ্যালাক্সি এস৮ এই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হবে। এটি কোয়ালকমের একটি নতুন প্রসেসর।

নতুন এই ফোনটির বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। এই ফোনটিতে ডিজাইনেও নতুনত্ব থাকবে। ফোনটির ডিসপ্লে হবে বেজেললেস।

স্যামসাংয়ের নতুন এই ফোনে প্রতিষ্ঠানটির নিজস্ব এক্সিনোস প্রসেসর থাকতে পারে বলেও খবর প্রকাশিত হয়েছে। এটিতে কুইক চার্জ ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হবে। ফোনটির রিয়ারে রাখা হবে ডুয়েল ক্যামেরা। ক্যামেরার মেগাপিক্সেল হবে অন্যসব ফোনের চেয়ে অনেক বেশি। ফোনটির ডিসপ্লে হবে প্রেসার সেনসেটিভ। অনেকটা আইফোনের ফোর্স টাচ কিংবা থ্রিডি টাচের মতো।

স্যামসাং নতুন এই ফোনটির ডিসপ্লে হতে পারে কার্ভড। আয়তন ৫.১ ইঞ্চির ২কে সুপারঅ্যামোলিড। ফোনটি চলতি বছরের মার্চেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।