07/04/2025
Aminul Islam
2021-08-25 00:18:33
নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও সোনালী ব্যাংকের পরিচালক এবিএম রুহুল আজাদ, অর্থ সচিব মহোদয়ের প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব কামরুন নাহার সিদ্দীকা, পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক এবং শেয়ার হোল্ডারবৃন্দ যথাক্রমে এ, কে, এম কামরুল ইসলাম এফসিএ এফসিএস, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মো. মোফাজ্জল হোসেন, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এবং কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ১৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২০ সালের অর্থিক বিবরণী ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদনসহ ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।