04/04/2025
Aminul Islam
2017-02-27 04:07:57
বিওয়াচ ডেক্স: পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিকের গুদামে অগ্নিকা-ের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর পর রাতে গুদামে ঢুকে সিঁড়িতে তিনজনের লাশ পাওয়া যায় বলে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান জানান। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও এক শিশু রয়েছে। পুলিশের ধারণা তারা একই পরিবারের। ফায়ার সার্ভিস এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ১২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। সন্ধ্যাা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।