05/12/2025
Anisur rahman
2022-09-05 23:06:54
নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণে একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে বিদ্যুৎ বিভাগ। রোববার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব গোলাম রাব্বানী ও মোংলা গ্রিন পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝু ওয়েনটাও চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, আগামী ২৪ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে গ্রিন পাওয়ার; যা পিডিবি কিনবে প্রতি ইউনিট ১৩ সেন্ট। আগামী ২০ বছর এ চুক্তি কার্যকর থাকবে।
চীনের ইনভিশন এনার্জি বাংলাদেশের এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও হংকংভিত্তিক ইনভিশন রিনিউয়েবল এনার্জি মিলিত হয়ে এ কনসোর্টিয়াম গঠন করেছে। কোম্পানির নাম হচ্ছে- মোংলা গ্রিন পাওয়ার লিমিটেড। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বায়ুচালিত বিদ্যুতের পরিমাণ বাড়বে। উপকূলীয় অঞ্চলসহ দেশের ৯টি স্থানে বায়ু বিদ্যুতের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বায়ু প্রবাহের তথ্য উপাত্ত (ডেটা) সংগ্রহ করে উইন্ড ম্যাপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে বায়ু থেকে মাত্র ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে তিনটি প্রকল্পের মাধ্যমে ১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। আরও পাঁচটি প্রকল্পের অধীনে ২৩০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবের (এনআরইএল) প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকা খুলনার দাকোপ, চট্টগ্রামের আনোয়ারা ও চাঁদপুরের নদী মোহনার এলাকায় ১০০ মিটার উচ্চতায় বাতাসের গড়বেগ ৬ মি./সে. এর বেশি, যা বায়ু বিদ্যুৎ উৎপাদনে সম্ভাবনাময়। পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।