05/09/2025
Anisur rahman
2022-09-15 01:18:25
নিজস্ব প্রতিবেদক : কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে পাট খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের শেয়ার দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ। বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির শেয়ার নিয়ে সতর্কবার্তা দিয়েছিল ডিএসই।
শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে গত ১১ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম এভাবে বাড়ছে। প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৫৭.৭০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৬৫১.৪ টাকায়। ফলে এই ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম ১৯৩.৭০ টাকা বা ৪২ শতাংশ বেড়েছে।