05/12/2025
Anisur rahman
2023-04-10 20:59:44
বিজনেস ওয়াচ ডেস্ক : দেশব্যাপী ৩১ হাজার দুঃস্থ শিশুর মাঝে খাবার বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রবিবার (৯ এপ্রিল) জামিয়া আশরাফিয়া মাদরাসা, বারিধারায় দুঃস্থ শিশুদের মাঝে ব্যাংকটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ ও মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান ও নজরুল ইসলাম, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলীম ফরিদী ও বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পহেলা রমযানে দেশব্যাপী ৬১৯টি শিশু সদনে ৩০,৬৬৫ জন দুঃস্থ শিশুর মাঝে খাবার ও ইফতার বিতরণ করা হয়।