05/12/2025
Anisur rahman
2023-05-02 19:10:13
বিজনেস ওয়াচ ডেস্ক : নোয়াখালী মাইজদীতে (কোর্ট মসজিদ মার্কেট ২য় তলা, কোর্ট মসজিদ মোড়, ডিসি অফিস রোড, মাইজদী কোর্ট) প্রিমিয়ার ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়। গত ৩০ এপ্রিল প্রধান অতিথি হিসেবে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদা খানম সাকি (বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-৩৩ নোয়াখালী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন মাহমুদ, এসইভিপি এবং মানবসম্পদ বিভাগ প্রধান, প্রিমিয়ার ব্যাংক; মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নোয়াখালী; সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য, নোয়াখালী; কাজী মো. রফিক উল্ল্যা, সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারী কলেজ; মো. হেলাল মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারী কলেজ; এ কে এম সাইফউদ্দিন সোহান, সভাপতি, নোয়াখালী বনিক সমিতি; মোঃ রাজিব চৌধুরী, এভিপি এবং মাইজদী শাখা প্রধান, প্রিমিয়ার ব্যাংক। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।