04/04/2025
Aminul Islam
2017-03-25 04:47:46
বিওয়াচ ডেক্স: নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে শত শত তিমির মৃত্যুর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রকাশিত ছবি গুলোতে দেখা যাচ্ছে উপকূল জুড়ে অসংখ্য মৃত তিমি। কিছু তিমি স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দিয়েছে।
এখন স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছে যত বেশি সম্ভব তিমিকে বাঁচানোর জন্য। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেনা এক সঙ্গে এতো তিমির মৃত্যুর কারণ কি।
তবে বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন অনেক সময় একযোগে তিমিগুলো তীরের কাছে আসে কিন্তু পানি কমে গেলে আর সরে যাওয়ার সুযোগ না পেয়ে আটকে পড়ে।
আবার কখনো কখনো তিমি উপকূলের কাছে এসে কোন কারণে বিপদগ্রস্ত হলে সংকেত পাঠায়, আর সে সংকেত দেখে অন্য তিমিরা একযোগে এগিয়ে এসে আটকে পড়ে। তবে এ ক্ষেত্রে এর কোনটা ঘটেছে নাকি অন্য কোন কারণে এতো তিমির মৃত্যু হলো সেটি এখনো জানা যায়নি।
সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বলছেন তিমিগুলো বৃহস্পতিবার রাতে আটকা পড়েছে আর উদ্ধার অভিযান শুরু হয়েছে শুক্রবার সকালে। কারণ রাতে উদ্ধার অভিযান চালানো বিপজ্জনক।
আশংকা করা হচ্ছে সে কারণেই হয়তো এতো তিমির প্রাণহানি ঘটলো