04/04/2025
Aminul Islam
2024-09-07 16:16:25
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাজার কারসাজি-কারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজি কমলে নিত্য-পণ্যের দাম কমবে।’শনিবার রাজধানীর আগার-গাঁওয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পোশাক খাতের অস্থিরতা নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। বিষয়টির দ্রুত সমাধান হবে।’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কাওরান বাজারে নিত্য-পণ্য চার বার হাত বদল হয়, এটা বন্ধ করা হবে।’ রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাট-কারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে।