04/04/2025
Aminul Islam
2019-11-29 07:09:09
বিজনেস ওয়াচ প্রতিবেদক: ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার। আজ বৃহস্পতিবার ২৮ অক্টোবর রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপোর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনী ও সেমিনারে বিভিনè সরকারী সংস্থা, সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, শিল্প বিশেষজ্ঞ, এনজিও, আইসিটি, টেলিযোগাযোগ, অন্যান্য প্রযুক্তি সংস্থা, ভবন নির্মাণ, পরিবহন সংস্থা, নগর অবকাঠামোগত উন্নতিতে জড়িত বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেডকার্ট৩৬৫ এর উপদেষ্টা এবং ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন- আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার বাংলাদেশে আধুনিক বাসযোগ্য শহর গড়তে সমসাময়ীক প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর সচেতনতা, দায়িত্বশীলতা, প্রযুক্তির নিত্য নতুন ব্যাবহার সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরীতে ব্যাপক ভাবে সহায়তা করবে।
এ সময় আরো বক্তব্য দেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোং লিমিটেড (ডিএমটিসিএল) এর ম্যানেজিং ডিরেক্টর- এম.এ.এন. সিদ্দিক, হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) ডিরেক্টর জেনারেল- ইঞ্জি: মোহাম্মদ শামীম আখতার, প্রাইস ওয়াটারহাউসকুপারস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার- মামুন রশিদ, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের (এমটব) সেক্রেটারি জেনারেল- ব্রিগ্রেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত), সাইবার সিকিউরিটি মালয়েশিয়ার চিফ এক্সেকিউটিভ অফিসার- ডঃ হাজী আমিরুদ্দিন বিন আব্দুল ওয়াহাব, ইনফোসেক ফাউন্ডেশন, ইন্ডিয়া এর চেয়ারম্যান- শ্রী সুশোভন মুখার্জী, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ভার্জিনিয়া টেক্ এর জোসেফ লরিং এর প্রফেসর সাইফুর রহমান প্রমুখ। এই প্রদর্শনী ও সেমিনার ৩০ নভেম্বর ২০১৯ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা রাত সাড়ে ৭ টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।